দিনাজপুর: ধানক্ষেতে কাজ করার সময় দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্তের প্রায় ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা পেয়েছেন এক কৃষিশ্রমিক।
খবর পেয়ে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে যায় হাকিমপুর থানা পুলিশ।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে হিলির ঘাসুড়িয়া সীমান্তের নন্দীপুর আদিবাসী পাড়ার কৃষিশ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়ি থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এটি ভারতীয় ড্রোন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে হিলি সীমান্তের ঘাসুড়িয়া-নন্দীপুর মাঠে বোরো ধান কাটছিলেন একদল শ্রমিক। এসময় প্রফুল্ল ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় ড্রোন ক্যামেরাটি দেখতে পান। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। পরে রাতে ওই শ্রমিক সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতে পুলিশ প্রফুল্লর বাড়িতে গিয়ে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। ড্রোনটি কে বা কারা উড়িয়েছে এবং এটি কীভাবে, কেন ও কোথা থেকে এসেছে, তা তদন্ত করে জানানো হবে।
এসআই