ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভারতে নিবন্ধিত ৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মে ১৫, ২০২৫
ভারতে নিবন্ধিত ৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন

কুড়িগ্রাম: ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধিত পাঁচ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন।

গত ৭ মে ভোর ৬টার দিকে কুড়িগ্রাম জেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।  

স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদউল্লাহ (৪৪), তার স্ত্রী রোমানা বেগম (৩৫), তাদের সন্তান তাহমিনা আক্তার (২০), রেদোয়ান (১৫) ও তাসমিনা আক্তার (১৩)। পরিবারের সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াইংডং এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ইউএনএইচসিআর, নয়াদিল্লির ইস্যু করা পাঁচটি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে।

আটক রোমানা বেগেম জানান, দুই বছর আগে তারা মিয়ানমার থেকে ভারতে পালিয়ে যান এবং আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেন। সম্প্রতি, কিছু অচেনা লোক তাদের গাড়িতে তুলে নেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখ বেঁধে একটি অজানা স্থানে নামিয়ে দেন। কোনো প্রশ্ন না করে সামনে হাঁটতে বলেন তারা। সারারাত হেঁটে তারা ভোরের দিকে বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছান। তখন বিজিবি তাদের আটক করে।

রোমেনা বলেন, আমার স্বামী ও তিন সন্তান বাংলা ভাষা জানে না এবং বোঝে না। মিয়ানমারে থাকাকালে যখন যুদ্ধ চলছিল তখন আমরা ভারতে পালিয়ে যাই। কিন্তু দুই বছর ধরে আমরা সেখানে বন্দি ছিলাম। এখন আমাদের দাবি, আমাদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হোক। আমরা জানিনা, বাংলাদেশ কী, ইন্ডিয়া কী? আমরা অনেক কষ্ট পেয়েছি। আমাদর যেন আর কষ্ট দেওয়া না হয়। আমাদের ওপর যেন কোনো জুলুম করা না হয়।  

সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মো. আইয়ুব হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম বিজিবি সদরে হস্তান্তর করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।