মেহেরপুর: সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার গরু ও সবজি বিক্রেতারা।
মঙ্গলবার (০১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা রোডে এই ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতেরা কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা আতংক সৃষ্টির জন্য দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। ব্যবসায়ীদের কয়েকজনকে মারপিটও করে ডাকাতেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা গাংনী বাজার থেকে বাড়ি ফেরার সময় ডাকাতদের কবলে পড়েন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এসএইচ