কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচরে নারীকে নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রধান মাস্টারমাইন্ড শাহপরানকে পর্নোগ্রাফি মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ জুলাই) কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এই মামলার তদন্ত মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) কর্মকর্তা রুহুল আমীন রোববার (৬ জুলাই) শাহপরানের রিমান্ড আবেদন করবেন বলে একটি সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি দল। গ্রেপ্তারের পর ঢাকায় র্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানান তারা। শনিবার তাকে কুমিল্লার আদালতে তোলা হলে বিচারক শাহপরানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার হলেও তিনি এখনও পুলিশ হেফাজত থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ধর্ষক ফজর আলীর ছোট ভাই পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার শাহপরান ছাড়াও এ মামলার চার আসামিকে ৩দিন রিমান্ডে বিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারাগারে থেকে শনিবার (৫ জুলাই) বিকেলে তাদের জিম্মায় থানায় নিয়ে গেছেন। তারা হলেন, একই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক।