ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

সারাদেশ

বরিশালে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুলাই ৭, ২০২৫
বরিশালে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারণায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন রায়পুরা এলাকার আলী মোহাম্মদ হাওলাদারের ছেলে ও সরকারি বরিশাল কলেজের ছাত্রলীগ নেতা মো. সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩), কাউনিয়া থানাধীন ব্রাঞ্চরোডের প্রথম পুকুর সংলগ্ন এলাকার ননী গোপাল ঘরামীর ছেলে নয়ন ঘরামী (২৮) এবং বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ কালার ডট মিডিয়া নামক প্রেসের স্বত্বাধিকারী ও নগরের আমানতগঞ্জ এলাকার বজলুর রহমান শাহিনের ছেলে মো. রেজাউল হক সুমন (৩৪)।

 

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।  

মিডিয়া সেল জানায়, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ হোসেন ওরফে আবির হাসান। আর নয়ন ঘরামী সেসব ঘটনার ভিডিও ক্লিপ ধারণ ও এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।  

এছাড়া গ্রেপ্তার রেজাউল হক সুমন তার নিজের মালিকানাধীন বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ কালার ডট মিডিয়া নামক প্রেসের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার প্রিন্ট করানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটনের গোয়েন্দা (ডিবি) শাখা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সোহাগ হোসেন ওরফে আবির হাসানকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তার আবিরের তথ্যানুযায়ী নয়ন ঘরামী ও প্রেস মালিক রেজাউল হক সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবিরের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্ট মাসে একটি মামলা দায়ের হয়। সেই মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

প্রাথমিক তদন্তে সোহাগ হোসেন ওরফে আবির হাসান বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন দিবস ও কর্মসূচি উপলক্ষে পোস্টারিং করাসহ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।  

এছাড়া গ্রেপ্তারকৃতরা বরিশাল মহানগর আওয়ামী লীগের পলাতক নেতাদের ইন্ধনে ও অর্থায়নে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাঁয়তারা করছে বলেও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।  

গ্রেপ্তারদের বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিস্ফোরক আইনে করা মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।  

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।