ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

সারাদেশ

দিন-রাত অবিরাম বৃষ্টি, ভোগান্তিতে খুলনাবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জুলাই ৯, ২০২৫
দিন-রাত অবিরাম বৃষ্টি, ভোগান্তিতে খুলনাবাসী

খুলনা: অবিরাম বৃষ্টিতে খুলনা শহরের বেশির ভাগ সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

নগরবাসীর অভিযোগ, নগরীর সড়ক, ড্রেনেজ, স্যুয়ারেজসহ উন্নয়নকাজের ধীরগতিতে তারা জিম্মি হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই অনেক এলাকা তলিয়ে যায়।

নগরী ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরীর বেশির ভাগ রাস্তাঘাটের ড্রেন উপচে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিতে সীমাহীন কষ্টে পড়েছে দিন মজুর।

খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২ টা থেকে বুধবার (৯ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত ৪৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, কয়েকদিনের ভারি বৃষ্টিতে বেশ কিছু উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার পানিতে ডুবে গেছে শত শত মাছের ঘের।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।