ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৩ জেলে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জুলাই ১০, ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৩ জেলে নিখোঁজ বঙ্গোপসাগর (ফাইল ফটো)

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে নয়জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে তিন জেলে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের অন্য ট্রলার উঠিয়ে কুলে নিয়ে আসা হচ্ছে।  

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারে ১২ জেলে মাছ ধরতে যান।  বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েন।

এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা ঝাঁপিয়ে সাগরে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর নয়জনকে উদ্ধার করে পাশে থাকা ওপর একটি ট্রলার। তবে এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।