ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

আদিতমারী সীমান্তে ১০ জনকে পুশ-ইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জুলাই ১০, ২০২৫
আদিতমারী সীমান্তে ১০ জনকে পুশ-ইন

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের পাঠানো হয়।

এরপর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মন্টু রায়, তার স্ত্রী আর্চনা রানী, ছেলে পলাশ রায়, মেয়ে মিশু রানী, মহেন্দ্র চন্দ্র রায়ের মেয়ে ফুলরানী রায়, তার ভাই  হরিকান্ত রায়, অনন্ত চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মন, হরিকান্ত বর্মনের মেয়ে সুরভী, হরিকার মেয়ে স্বপ্না বর্মন ও পিটা পলাশের মেয়ে পল্লবী রায়।

বিজিবি ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্গাপুর সীমান্ত অতিক্রম করে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে তাদের সীমান্তের ভেতরে ঘোরাফেরা করতে দেখে আটক করেন বিজিবি দুর্গাপুর ক্যাম্পের সদস্যরা। তাদের দাবি, তারা বাংলাদেশি নাগরিক। পরে যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে খবর পাঠায় বিজিবি।
পরে বিজিবি তাদের আদিতমারী থানায় হস্তান্তর করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিজিবি ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে ভারতে ছিলেন দীর্ঘদিন। পরে তাদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।  

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশ-ইন হয়ে আসা ব্যক্তিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।