বাগেরহাট: বাগেরহাটের রামপালে মেয়াদহীন কেক খেয়ে একটি কিন্ডারগার্টেনের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ্য হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলার ফয়লা বাজার এলাকায় অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য স্থানীয় মোড়ল স্টোর থেকে কেক আনা হয়।
জন্মদিনের ওই কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যেই সাথে সাথে শিক্ষার্থীদের বমি শুরু হয়। পরে শিক্ষার্থীদের খাবার স্লালাইন খাওয়ানো হয় ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন সুস্থ্য আছেন বলে জানিয়েছেন কিন্ডারগার্টেন।
কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও, ওই শিক্ষার্থীরা শিক্ষক শান্তনু সরকারের কাছে প্রাইভেট পড়তে এসেছিলেন।
এদিকে খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মিজ তামান্না ফেরদৌসী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভ্রাম্যমান আদালত বসিয়ে কেক বিক্রেতা মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই দোকানে থাকা অবশিষ্ট কেক প্রকাশ্যে নষ্ট করার আদেশ দেন ইউএনও।
তিনি বলেন, খবর পেয়ে আমরা দোকানে অভিযান পরিচালনা করি। ওই দোকানে থাকা বেকারির তৈরি কেকে কোন প্রকার মেয়াদ ছিল না। মেয়াদহীন কেক বিক্রির অপরাধে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কেক বা পন্য বিক্রি না করতে আদেশ দেওয়া হয়েছে।
ইএনও আরও বলেন,অসুস্থ্য শিশুদের খোজ নেওয়া হয়েছে। তারা এখন সুস্থ্য রয়েছে। শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কিন্ডারগার্টেনের শিক্ষকদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ফয়লা বাজারের এক দোকানি বলেন, ফয়লা বাজারে যেসব বেকারির কেক পাওয়া যায়। তার কোন কেকেই মেয়াদ থাকে না। যারা কেক তৈরি করে তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
এমআরএম