খুলনা : মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে তৈরি করা মদ পান করে খুলনার বয়রা এলাকায় একদিনেই পাঁচজনের মৃত্যু হয়।
হাতে তৈরি করে মদ বিক্রি করা সেই কথিত হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলীকে (৭৮) আটকের পর এটি নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৯ জুলাই ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচজনের মৃত্যুর পর ওইদিন দিবাগত মধ্যরাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাতৃশোধন হোমিও ফার্মেসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে। এর আড়ালে মোসলেম আলি বাড়িতে বসে বিভিন্ন উপকরণ দিয়ে মদ তৈরি করতেন। শনিবার গভীর রাতে ওই ফার্মেসিতে তল্লাশি করে প্রতিষ্ঠানটি সিলগালা করে করে দেওয়া হয়। এর আগেও মোসলেম আলী মদ বিক্রির অভিযোগ গ্রেপ্তার হন ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, মোসলেম আলী এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন।
তিনি বলেন, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন সেই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়।
এর আগে, শনিবার মহানগরীর বয়রা এলাকার পূজা খোলা এলাকায় অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বয়রা সেরের বাজার এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংসনের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তি হলেন সনু, যিনি খুলনা মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা।
এমআরএম