ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

খুলনায় ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুলাই ২০, ২০২৫
খুলনায় ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

খুলনা: খুলনার রূপসায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের প্রধান শিক্ষককে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষক স্বল্প বাহিরদিয়া ইউনিয়নের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি আঁড়মই পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় ওই শিশুটি স্কুলে যায়। টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে। ওই সময় ওই মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলি না করে বাড়িতে চলে যাই এবং পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা রূপসা থানার ওসিকে বিষয়টি জানান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম প্রধান শিক্ষককে আটক করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পুলিশ আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) বিভাগে প্রেরণ করেছে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।