ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

আ.লীগ সুযোগ পেলে আবারও ছোবল মারবে: অনিন্দ্য ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, জুলাই ২০, ২০২৫
আ.লীগ সুযোগ পেলে আবারও ছোবল মারবে:  অনিন্দ্য ইসলাম বক্তব্য দিচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর সাপের মতো ছোবল মারবে। সন্ত্রাসীরা কিছুদিন আগে গোপালগঞ্জে ছোবল দিয়েছে।

তিনি বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা কোনো ভাবেই যাতে মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ভাবেই সন্ত্রাসীদের জনগণের মুখোমুখি হওয়া কিংবা যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া যাবে না।

রোববার (২০ জুলাই) বিকেলে যশোর সদর উপজেলা যুবদলের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম এ কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানভীর রায়হান তুহিন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনে কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোনো যোগদান কর্মসূচি পালন করিনি। তাই দলে নতুন করে কারও সংযুক্ত হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নীতি কথা বলে, এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারী করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনও করব না। কারণ হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির। তাই বিএনপি এই কাজটি করবে না।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযাত্রী ছিলাম, এটা গর্বের বিষয়।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

আবুল কালাম আজাদের পরিচালনায় জরুরি সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু এবং মাস্টার শরিফুল ইসলাম।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।