ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

সাত বিয়ে করা রবিজুল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, জুলাই ২১, ২০২৫
সাত বিয়ে করা রবিজুল গ্রেপ্তার

অর্থ প্রতারণা ও মানবপাচারের অভিযোগে সাতটি বিয়ে করা আলোচিত রবিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিজুল (৪২) সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুল ইসলাম সাতজন নারীকে বিয়ে করে একসঙ্গে সংসার করতেন। এতে এলাকায় তিনি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১৫ বছর লিবিয়ায় অবস্থান করছিলেন এবং একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ছিলেন।

তিনি আরও জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠিয়ে দিতেন রবিজুল। পরে সেসব লোককে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া দেশের অভ্যন্তরেও তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের একাধিক অভিযোগ ও মামলার ভিত্তিতে রবিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও সদর থানায় পাঁচ-ছয়টি মামলা রয়েছে। এছাড়া আলমডাঙ্গা, কুমারখালীসহ আরও কয়েকটি থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।