ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

কাল থেকে রাস্তায় ক্লাস ঘোষণা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জুলাই ২৭, ২০২৫
কাল থেকে রাস্তায় ক্লাস ঘোষণা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।  

প্রায় দেড় ঘণ্টাব্যাপী (সাড়ে ১১টা পর্যন্ত) চলা অবরোধ ও বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সোমবার (২৮ জুলাই) সকালে সড়কে ক্লাস নেওয়ার কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া বলেন, প্রতিষ্ঠার আট বছরেও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস হয়নি। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চরম দুর্ভোগ বয়ে আনছে। গত জানুয়ারিতেও আমরা রাজপথে নেমেছিলাম। সরকারের আশ্বাসে ফিরে গেলেও এবার সমাধান ছাড়া রাজপথ ছাড়ছি না।

তারা আরও বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। কিন্তু এরপর একাধিক একনেক সভা পেরোলেও ডিপিপিটি এজেন্ডাভুক্ত হয়নি। তার প্রতিবেদনই প্রকল্প অনুমোদনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম হাসান তালুকদার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সদস্যরা।

এর আগে এদিন সকাল ৮টায় প্রকল্প অনুমোদনের দাবিতে উপজেলা জামায়াতের পক্ষ থেকেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।