ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জ নগর পরিকল্পনায় সব স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জুলাই ২৭, ২০২৫
না.গঞ্জ নগর পরিকল্পনায় সব স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি: ডিসি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চেম্বার সভাপতি (মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেছেন ওয়ানওয়ে রোড করার কথা। আমরা এটা চেষ্টা করে দেখবো পর্যালোচনা করে যে এর ফলাফল কী হতে পারে।

আমাদের এক প্রতিনিধি বললেন কমিটি গঠন করার কথা। আমরা সবাইকে নিয়ে এ কমিটি করবো। সব স্টেকহোল্ডারদের নিয়ে আমরা এটি বাস্তবায়নের জন্য কাজ করবো।

রোববার (২৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা মনে করি এ জেলার অবদান জিডিপিতে অনেক বেশি। এ জেলার রাস্তায় ময়লা পড়ে থাকবে এটা দেখতেও অশোভন লাগে। এখান থেকে অনেক রোগ হয়। আমরা ডেঙ্গুসহ অনেক রোগে আক্রান্ত হয়েছি। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ শহরটি খুব ছোট একটি শহর। এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে অনেক শিল্প কারখানাও রয়েছে। এখানে যানজট অনেক বড় সমস্যা। এ অটো নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আমি চেম্বারকে ধন্যবাদ জানাই, রমজান মাসে আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের ঈদগাহ মাঠ তৈরিতেও আপনারা সহযোগিতা করছেন।

এ অটো নিয়ন্ত্রণে আমাদের জনবল প্রয়োজন। আমি সিটি করপোরেশনের সিইও সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন এ অটো ম্যানেজমেন্টের জন্য ৩৫ জন লোক আছে তিনি এটাকে ৫০ জন করে দেবেন। আজ আমি শুনলাম এখনও তা দেওয়া হয়নি। এটি হলে আমরা যে আটটি পয়েন্টে অটো ঘুরিয়ে দিতে চেয়েছি সেটা কার্যকর করতে পারতাম।

আমরা পরিকল্পনা করে কার্যক্রম গ্রহণ করলে সিটি করপোরেশনের সঙ্গে বসে এটা করলে এটা কার্যকর হবে বলে আমরা মনে করি। বঙ্গবন্ধু সড়ক মুক্ত করতেও আমরা কাজ করবো।

আমরা বাস ম্যানেজমেন্টের জন্য ডাটাবেজ করে ফেলেছি। ড্রাইভার ও হেল্পারের ড্রেসের ব্যবস্থাও আমরা করছি। আপনারা বাস টার্মিনালের কথা বলেছেন। আমরা লিংক রোডে যে পার্কিং এরিয়া করছি সেখানে আমরা মিলে সিদ্ধান্ত নিতে পারি।

ডিসি বলেন, আপনারা রাস্তার উপর ভ্যানগুলোর কথা বলেছেন। আমরা বারবার মোবাইল কোর্ট অভিযান করছি। সেদিন কিছু ভ্যান আমরা ধরেও নিয়ে এসেছি। পরবর্তীতে আপনাদেরই কিছু লোক এসে এরা সাধারণ মানুষ বলে অনুরোধ করেছে। পরের দিন তাদের আমরা ছেড়ে দিয়েছি।

এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।