পার্বত্যাঞ্চলের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দীর্ঘদিন ধরে কফি ও কাজুবাদামের চাষ বাড়াতে কৃষকদের উৎসাহ দিয়ে আসছেন। পার্বত্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বরাদ্দও দেওয়া হয়েছে।
পাশাপাশি উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে কফি ও কাজু বাদাম চাষ সংক্রান্ত প্রকল্প গ্রহণ করতে একাধিকবার অনুরোধ জানিয়েছেন এবং পার্বত্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন।
উপদেষ্টার এমন ইচ্ছা বাস্তবায়নে পাহাড়ে কৃষি অর্থনীতির নতুন অঞ্চল গড়ে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কফি ও কাজুবাদাম বাগান সম্প্রসারণ প্রকল্পের অধীন প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র্য হ্রাসকরণ ও আর্থসামাজিক উন্নয়নের জন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ১৪টি পাড়ায় ২৮৮ পরিবারের মাঝে এক লাখ ৩৩ হাজার কফি চারা এবং এক লাখ ছয় হাজার ৫৬০টি কাজু বাদাম চারা বিতরণ করা হয়।
রোববার (২৭ জুলাই) সাজেকে কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
চারা বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, সাজেক উপত্যকার সহায় সম্বলহীন জুমিয়া চাষিদের কথা চিন্তা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ বাগান সৃজন প্রকল্পটি বাস্তবায়ন হতে চলেছে। তাই উপকারভোগীদের স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে সঠিকভাবে চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এসময় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবুল তালুকদার, সাধারণ বীমার সাবেক কর্মকর্তা হেমন্ত বিকাশ চাকমা, বেসরকারি সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরএ