ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

ময়মনসিংহে প্রাইভেটকারসহ ৩ জুয়াড়ি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, আগস্ট ২, ২০২৫
ময়মনসিংহে প্রাইভেটকারসহ ৩ জুয়াড়ি গ্রেপ্তার গ্রেপ্তার ৩ জুয়াড়ি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে তাঁতী লীগ এক নেতার নিয়ন্ত্রিত জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং এক জুয়াড়ির বিকাশ অ্যাকাউন্টে থাকা চার লাখ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট জুয়া আইনের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১ আগস্ট) সদর উপজেলার ভাবখালি কাচারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরভাবখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদীর রায়পুরা থানার মৃত মতিন খানের ছেলে মো. শাকিল খান (৪০), নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে আল-আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম চরাঞ্চল চরভাবখালীতে নিয়মিত জুয়ার আসর বসছে। গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম এ আসর পরিচালনা করে আসছিলেন। তিনি গৌরীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি।

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, এর আগেও ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে চার–পাঁচবার অভিযান পরিচালনা করা হয়েছে। এমনকি সেনাবাহিনীর যৌথ অভিযানে একবার ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ