ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে সাবেক চেয়ারম্যানের ষড়যন্ত্রে রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, আগস্ট ১৫, ২০২৫
বাগেরহাটে সাবেক চেয়ারম্যানের ষড়যন্ত্রে রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

বাগেরহাট: বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠু ও তার লোকজনের অভিযোগের কারণে ছোটবিষ্ণুপুর গ্রামের একটি রাস্তার কাজ দেড় মাস ধরে বন্ধ রয়েছে। যার ফলে গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

দ্রুত রাস্তার কাজ চালু করার দাবিতে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ওই এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মানবন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা বিথী বেগম, সাথী বেগম, রেজাউল খাঁ মিনটু খাঁ, কবির বালি, রনি খাঁ, কামরুল খা, মনি খাঁ, শহিদুল খাঁ, মুজিবুর খাঁ, মোস্তফা খাঁ, বাবুল খাঁ প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেড় মাস আগে রাস্তার জন্য ইট এনে রাখা হলেও এখনো কাজ শুরু হয়নি। এর ফলে ৩০টি পরিবারের শতাধিক মানুষ প্রতিদিন কাদা পানি ভরা রাস্তা দিয়ে চলাচল করছেন। মূলত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠু ও তার লোকজন অভিযোগ দেওয়ায় এই কাজ করতে পারছেন না ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত লোকজন।

স্থানীয় বাসিন্দা মিজান শেখ বলেন, ওই জায়গার অংশীদার আমি নিজেই। আমি জায়গা দিয়েছি, কাজ করার কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু ক্ষমতার প্রভাবে সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠু এলাকায় না থেকেও কাজ আটকে দিচ্ছেন। আমরা চাই রাস্তা দ্রুত সম্পন্ন হোক।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ছোটবিষ্ণুপুর গ্রামে চারশ ফুট গ্রামীণ সড়কে সলিং করার জন্য রাস্তার পাশে ইট নেওয়া হয়েছে প্রায় দেড় মাস আগে। কিন্তু স্থানীয় কয়েকজন বাসিন্দার জমিসংক্রান্ত অভিযোগের কারণে রাস্তার কাজটি বন্ধ রয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম মিঠুকে ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

বেমরতা ইউনিয়নের প্রশাসক তন্ময় দত্ত বলেন, স্থানীয় কিছু মানুষের অভিযোগের প্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ রয়েছে। আগামী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।