ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে এনসিপি আরও এক নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ১৭, ২০২৫
ফরিদপুরে এনসিপি আরও এক নেতার পদত্যাগ ফরহাদ হোসেন খান

ফরিদপুরে ফরহাদ হোসেন খান নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা পদত্যাগ করেছেন। তিনি এনসিপির ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সমন্বয়ক কমিটির প্রধান।

 

রোববার (১৭ আগস্ট) দলীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রের অনুলিপি ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নগরকান্দা প্রেসক্লাবে দেওয়া হয়েছে।

পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, ২০২৫ সালের ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হলেও কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি বলে তিনি দাবি করেন।  

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফরহাদ হোসেন খান বলেন, আমাকে অবগত না করেই ওই কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ আমি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ বলেন, রাজনীতিতে সবারই ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি।

এর আগে দলের কার্যক্রম ‘জুলাই বিপ্লবের পরিপন্থি’ অভিযোগ করে গত ১০ আগস্ট মো. রুবেল মিয়া (হৃদয়) নামে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্য পদত্যাগ করেছেন।

** ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।