ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, আগস্ট ২১, ২০২৫
ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি গণঅভ্যুত্থানে মাঠে থেকে ছাত্র-জনতার ওপর নির্যাতন-গুলি বর্ষণে নেতৃত্বে দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে (বাঁয়ে লাল বৃত্তে), ডানে রাহুল

ঝালকাঠি: ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে অবশেষে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ থেকে প্রত্যাহার করে ওএসডি হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজাপুর, ঝালকাঠি হিসেবে কর্মরত রাহুল চন্দকে তার বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো। বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের (২০২৪) ৩০ সেপ্টেম্বর রাজাপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে একই বছরের ৫ আগস্ট ঢাকাগামী লং মার্চকে কেন্দ্র করে সাভারে গণআন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বুলবুল কবির চলতি বছরের ৬ জুন সাভার থানায় হত্যা মামলা (নং-৫১) করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের পাশাপাশি তৎকালীন সাভারের ইউএনও রাহুল চন্দকে আসামি করা হয়।

মামলার পরও রাহুল চন্দ ঝালকাঠির রাজাপুরে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিয়ে নিহত ছাত্রের পরিবারসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছিলেন।

অবশেষে বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি সরকারের নজরে আসে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।