ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, সেপ্টেম্বর ১, ২০২৫
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা: ভারতে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম ও বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলির নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

শনিবার রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকররা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, আফজাল শেখর স্ত্রী শারমিন আক্তার, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা শেখ, আফজাল শেখের কবির শেখ, তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার, তার স্ত্রী মোছা. কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল, মেয়ে আমিনা, চুন্ন শেখর স্ত্রী মুকুল বেগম ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। নাম-ঠিকানা যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।