ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সখীপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, সেপ্টেম্বর ৬, ২০২৫
সখীপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ায় কাদের সিদ্দিকীকে গাড়িতে তোলা হচ্ছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান।  

কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করলে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে বঙ্গবীরকে দেখে তারা বলেন তিনি সুস্থ আছেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।