মাগুরা: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা নতুন বাজার ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে বীজ ও কীটনাশক বিক্রির দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্স থেকে মেয়াদ উত্তীর্ণ ধানবীজ ও সার জব্দ করা হয়। তাছাড়া, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এগুলো বিক্রি করছিল। খরিদ্দরকে তারা কোনো ভাউচারও প্রদান করেনি। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। সে কারণে এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানটি পরিচালিত হয় মেসার্স অজয় ভান্ডারে। এখানে কৃষকদের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
এরমধ্যে রয়েছে পেঁয়াজের মৌসুম সামনে রেখে বিভিন্ন জায়গা হতে তিনশ’ ২৫ টাকা কেজিতে বীজ সংগ্রহ করে তা কৃষকের কাছে নয় হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। কোন প্রকার টেস্ট রিপোর্ট ও বীজ অফিসের প্রত্যয়ন ছাড়া ভুয়া তথ্য দিয়ে এসব পেঁয়াজ বীজ বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। বীজের প্যাকেটের ওপর ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করেছে অজয় বীজ ভান্ডার।
প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় মালিক বাবুল সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার শাহীন ইসলাম। তাদেরকে সহায়তা করে মাগুরা জেলা পুলিশের একটি টিম।
এসএইচ