ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, সেপ্টেম্বর ৭, ২০২৫
সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।  

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে ভাঙ্গা উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।  

তিনি বলেন, ভাঙ্গা উপজেলা থেকে যে দুটি ইউনিয়ন কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, অবিলম্বে তা যেন প্রত্যাহার করা হয়।

খন্দকার ইকবাল আরও বলেন, বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর একটি মহল মিথ্যা অপবাদ ছড়িয়েছে। এই অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাবুল কেটে নেওয়া দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার মধ্যে রাখতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ফরিদপুর-৪ ভাঙ্গা উপজেলা থেকে যে দুটি ইউনিয়ন কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে ফরিদপুর-৪ এর সীমানা অটুট রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই। সীমানা অটুট রাখার আহ্বান করে শান্তি বজায় রাখারও অনুরোধ রইলো।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং ও বিটু মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরানসহ কৃষক দল, যুবদলের নেতাকর্মীসহ অনেকেই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে ফ্লাইওভারের নিচে অবস্থান নেয়। সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।