ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফেনীতে সাংবাদিক কেফায়েত শাকিলের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ফেনীতে সাংবাদিক কেফায়েত শাকিলের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি কেফায়েত উল্লাহ চৌধুরী।

ফেনী: বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক ও জনপ্রিয় সমাজকর্মী কেফায়েত উল্লাহ চৌধুরীর (কেফায়েত শাকিল) বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ফেনীর সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেফায়েত শাকিল নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরির আবেদন করেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন ডায়েরিটি তালিকাভুক্ত করে উপ-পরিদর্শক (এসআই) তালিম হোসেনকে তদন্তের নির্দেশ দেন। জিডি নম্বর: ৬৯৭।

সাধারণ ডায়েরি (জিডি) আবেদনে কেফায়েত শাকিল অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকার বাসিন্দা সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এ ঘটনায় নিন্দা জানিয়ে কেফায়েত শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে আইএস মেহেদী হাসান নামে এক ব্যক্তি সেই পোস্টের কমেন্টে কেফায়েত শাকিলের নাম মেনশন করে তার পৈতৃক বাড়িতেও অগ্নি সংযোগের হুমকি দেন। এছাড়া আবরার আব্দুল্লাহ দ্বীনের সৈনিক নামের অপর একটি ফেসবুক আইডি থেকে কেফায়েত শাকিল যুক্ত রয়েছেন এমন একাধিক সামাজিক সংগঠনের নাম উল্লেখ করে এসব সংগঠনকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই দুটি আইডি থেকে প্রায়ই তাকে হুমকি দিয়ে আসছে বলে কেফায়েত অভিযোগে উল্লেখ করেন।

হুমকি দাতাদের ফেসবুক আইডি যাচাই করে তারা আওয়ামী লীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান তিনি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়োজীদ আকন সত্যতা নিশ্চিত করেছেন।  

প্রসঙ্গত, কেফায়েত শাকিলের পৈতৃক বাড়ি সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে। তিনি স্থানীয় সামাজিক সংগঠন আল আমিন সোসাইটিসহ বেশ কিছু সামাজিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। কেফায়েত শাকিল ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সরাসরি ভূমিকা রাখা সাংবাদিকদের অন্যতম একজন ছিলেন।
 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।