ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, সেপ্টেম্বর ১৬, ২০২৫
বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রাচীন মঘিয়া কালি মন্দির প্রাঙ্গনে এই জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।

প্রত্নতত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব স্বপন মন্ডল, মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন সাহা, প্রত্নতত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, মাইকেল মধুসূদন দত্তবাড়ির সহকারী কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান, বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তরের মার্ক্সম্যান মো. এনামুল হক, ফটোপ্রিন্টার মো. রায়হান, মঘিয়া কালি মন্দির কমিটির উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব স্বপন মন্ডল, মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন সাহা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

২০২৫-২৬ অর্থবছরে বাগেরহাট জেলার চারটি উপজেলায অর্থ্যাৎ কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোংলা উপজেলায় এক মাস ব্যাপি প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।