ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া খুনের আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, সেপ্টেম্বর ২৪, ২০২৫
বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া খুনের আসামি গ্রেপ্তার গ্রেপ্তার রফিকুল ইসলাম

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া খুনের আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।  

গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে জোড়া খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।  

গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটে। পরে পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।