মেহেরপুর: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কে মকলেছুর রহমান নামে একজন আমিন (জমি পরিমাপক) নিহত হয়েছেন। তিনি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুর রহমান কারিগরের ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে সড়কের এবাদতখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মকলেছুর রহমান গাংনী থেকে মোটরসাইকেলযোগে সাহারবাটি ফিরছিলেন। এবাদতখানার কাছে পৌঁছানোমাত্র পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। এতে তিনি ট্রাকের নিচে পড়েন।
ট্রাক তাকে টেনে হিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এসএইচ