ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পিটারসেনের শতকে দিল্লির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
পিটারসেনের শতকে দিল্লির জয়

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সহজ জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। কেভিন পিটারসেনের হার না মানা শতকে ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়েছে বীরেন্দ্র শেবাগের দল।



ডেকান চার্জার্স ইনিংস: ১৫৭/৮ (ওভার ২০)
দিল্লি ডেয়ারডেভিলস ইনিংস: ১৬২/৫ (ওভার ১৯.১)
ফল: দিল্লি ৫ উইকেটে জয়ী

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে দিল্লি ডেয়ারডেভিলস। তখনো বাকি ছিলো ৫ বল। মূলত পিটারসেনের অপরাজিত ১০৩ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছায় দিল্লি। ৬৪ বল খেলে ৬টি চার ও ৯টি চারের সাহায্যে এই রান করেন পিটারসেন।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৭ রান করে ডেকান চার্জার্স। সবচেয়ে বেশি ৪৫ রান করেন উইকেটরক্ষক প্যার্থিব প্যাটেল। এছাড়া ৪৪ রান করেন শেখর ধাওয়ান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।