ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে ৩ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে ৩ প্রতিষ্ঠান

ঢাকা: ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে তিনটি প্রতিষ্ঠান। এই তিন করপোরেট পরিচালক ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছেন।

পাশাপাশি এই তিন প্রতিষ্ঠান ব্যাংকটির পর্ষদ থেকে তাদের মনোনীত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানিগুলো হলো আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভরস এবং ইউনিগ্লোবস বিজনেস রিসোর্সেস। গত জুন মাসেই প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির শেয়ার বিক্রি করে দেয় এবং তাদের নিযুক্ত প্রতিনিধিদের পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, জুন শেষে ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯০ শতাংশে। গত মে মাসেও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিত শেয়ারের অংশীদারি ছিল প্রায় ৫১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।