ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মেঘনা কনডেন্স মিল্কের দর বৃদ্ধির কারণ তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
মেঘনা কনডেন্স মিল্কের দর বৃদ্ধির কারণ তদন্তে কমিটি

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা কনডেন্সড মিল্ক কোম্পানি শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।
 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বেশ কিছুদিন যাবত অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত এক মাসে এ কোম্পানির শেয়ার ৬৯ দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
 
অর্থাৎ কোম্পানিটির শেয়ার ৭ দশমিক ৬০ টাকা থেকে বেড়ে ১২ দশমিক ৯০ টাকায় লেনদেন হচ্ছে।
 
তাই অস্বাভাবিক হারে শেয়ারের দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠন করেছে ডিএসই।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।