ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ ডিসেম্বর) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনেও মন্থর গতি রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

এদিকে গত বৃহস্পতিবার ডিএসই’র নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা (অটোমেশন ট্রেডিং সিস্টেম) চালু হওয়ার পর প্রতিদিনই সূচক কমেছে। নতুন ওই সফটওয়্যার চালুর দিন ডিএসইতে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক 10 পয়েন্ট কমে ৪ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৮০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, দেশবন্ধু পলিমার, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও গ্রামীণফোন।

লেনদেন হয়েছে মোট ১৮৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২০০ কোটি ৫৯ লাখ টাকা।            

এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪৯ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৯ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ২০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৮ কোটি ৪৭ লাখ টাকা।                             

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪/আপডেটেড : ১১৪৯ ঘণ্টা/আপডেটেড : ১২৩৪ ঘণ্টা/আপডেটেড : ১৪০৭ ঘণ্টা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।