ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে শ্যামপুর সুগার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
টপ লুজারে শ্যামপুর সুগার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ৮০ পয়সা বা ৬ দশমিক ৫০ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৫০ পয়সায়।



দিনভর এই শেয়ার ১১ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনি সি ফুড লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৪ টাকা ৫০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ২১৯ টাকা ৯০ পয়সায়।

দিনভর এ শেয়ার ২০৮ টাকা ৩০ পয়সা থেকে ২৩১ টাকায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, পঞ্চম সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ষষ্ঠ ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, সপ্তম এপেক্স স্পিনিং, অষ্টম অলটেক্স, নবম এফএএস ফিন্যান্স এবং দশম স্থানে ছিল লিগ্যাসি ফুটওয়্যার।
 
বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।