ঢাকা: রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবের সিসিএল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে পতেঙ্গার গুপ্তখালীতে কোম্পানির মূল স্থাপনা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত যা পরবর্তীতে পরিবর্তন করার কথা জানায় পদ্মা অয়েল।
২০১৪ সালের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গেল এ বছরে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২১ টাকা ৬৬ পয়সা।
জ্বালানি তেল বিপণন কোম্পানিটি ২০১৩ সালে লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫


