ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, সিঅ্যান্ডএ টেক্সটাইল, লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিএসসিসিএল ও বেক্সিমকো।
লেনদেন হয়েছে মোট ২৬৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৫৯ কোটি ৩৫ লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্ট হয়।
দুপুর ১২টা ৪৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৩১ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১২ হাজার ২৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
লেনদেন হয় মোট ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২১ কোটি ৪৯ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫