ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, এসিআই, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা লাইফ, ইফাদ অটোস ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
লেনদেন হয়েছে মোট ৩০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫০ পয়েন্ট হয়।
দুপুর ১টা ০৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪২ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক সামান্য কমে ১২ হাজার ১৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
লেনদেন হয় মোট ২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ২৪ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫