ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

১০০ কোটি টাকা মূলধন বাড়াবে সামিট পোর্ট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
১০০ কোটি টাকা মূলধন বাড়াবে সামিট পোর্ট ছবি: সংগৃহীত

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ১০০ কোটি টাকা মূলধন বাড়াবে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি হবে।



বৃহস্পতিবার(১৯ মার্চ’২০১৫)ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। আর গত ১৪ মার্চ ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)কোম্পানির শেয়ারহোল্ডাররা মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে।

উল্লেখ্য, সামিট অ্যালায়েন্সের পরিশোধিত মূলধন রয়েছে ১৭১ কোটি ৭৬ লাখ টাকা। এই কোম্পানির মোট শেয়ার রয়েছে ১৭ কোটি ১৭ লাখ ৬২ হাজার। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।