ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মুন্নু সিরামিকস ও স্টাফলার্সের নিবন্ধন অফিস পরিবর্তন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
মুন্নু সিরামিকস ও স্টাফলার্সের নিবন্ধন অফিস পরিবর্তন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের দুই কোম্পানির নিবন্ধন অফিস পরিবর্তন করা হয়েছে। ২টি কোম্পানিরই নিবন্ধন অফিস ঢাকার ওয়ারী( ৯, ওয়ারী স্ট্রিট) থেকে পরিবর্তন করে ধামরাইয়ের ইসলামপুরে স্থানান্তর করা হয়েছে।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় অনুযায়ী কোম্পানিকে তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিবন্ধন অফিসের জেলা শহরে আয়োজন করতে হয়।

কোম্পানি দু’টির কারখানা ধামরাইয়ের ইসলামপুরে হলেও এতোদিন ওয়ারীর ঠিকানায়ি ছিল রেজিস্ট্রার্ড অফিস। কারখানা প্রাঙ্গণে এজিএম করার জন্যই এ অফিস স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।