ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসসি পর্ষদের সভা ২২ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
বিএসসি পর্ষদের সভা ২২ এপ্রিল

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের(বিএসসি)পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আগামী ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে।



বুধবার(১৫ এপ্রিল’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ(সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ১ টাকা ৯৭ পয়সা।

১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ১৯ হাজার ২০০টি, যার অভিহিত মূল্য ১০০ টাকা। মোট শেয়ারের মধ্যে ৫২ দশমিক ১ শতাংশ সরকারের হাতে এবং  ৪৭ দশমিক ৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্ট‍া, এপ্রিল ১৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।