ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় পতন, কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সূচকের বড় পতন, কমেছে লেনদেন

ঢাকা: দেশের উভয় শেয়ারবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের বড় পতন হয়েছে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।



প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ১২১ পয়েন্ট।
 
গত কয়েকদিনের মতো সোমবারও (২০ এপ্রিল) সূচকের উর্ধ্বমুখিতার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। অবশ্য লেনদেনের এ উর্ধ্বমুখিতা শেষ পর্যন্ত বজায় থাকেনি।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বাড়ে, বেলা ১১ টায় ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ পয়েন্ট।
 
এরপর ১১টা ৩০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে যায়। বেলা ১২টায় ডিএসইএক্স সূচক কমে ৯ পয়েন্ট, বেলা ১টায় ২৪ পয়েন্ট, বেলা ২টায় ২৭ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩৪ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেন। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ২৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০৩ কোটি ১২ লাখ টাকা কম।
 
দিন শেষে ডিএসইতে ৫৭ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ২৩৬টি এবং অপরিবর্তীত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- জাহিন টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ইবনেসিনা, প্রাইম ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, এএফসি এগ্রো, ইবিএলএনআরসি মিউচ্যুয়াল ফান্ড, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইমারাল্ড অয়েল।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১২১ পয়েন্ট কমে ৮ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টি, কমেছে ১৭৯টি ও অপরিবর্তীত রয়েছে ১৫টি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫/ আপডেট: ১৬০২ ঘণ্টা
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।