ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের বড় পতন ঘটেছে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।


 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৬০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স সূচক কমেছে ১৪২ পয়েন্ট।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন সূচকের উর্ধ্বমুখীতার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।
 
এরপরই সূচকের নিম্নমুখী হয়ে পড়ে। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত চলতে থাকে। ফলে দিনের লেনদেন শেষে মূল্য সূচকের বড় পতন ঘটে।
 
এদিন বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের অবস্থানে চলে আসে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক কমে ২ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ২৪ পয়েন্ট।
 
এরপর বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে, বেলা ১১টা ৪০ মিনিটে কমে ৪০ পয়েন্ট।
 
দুপুরে ১২টায় সূচক কমে ৩৯ পয়েন্ট, সাড়ে ১২টায় কমে ২১ পয়েন্ট, দুপুর ১টায় ৪৮ পয়েন্ট, ১টা ৩০ মিনিটে ৪০ পয়েন্ট, দুপুর ২টায় ৫৭ পয়েন্ট কমে যায়।
 
দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯২ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৪৭ কোটি ৯১ লাখ টাকা কম।
 
লেনদেন শেষে ডিএসইতে ৬২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে(টাকায়)ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- জেমিনি সি ফুড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মালেক স্পিনিং, দেশ গার্মেন্টস ও মোজাফ্ফর হোসেন স্পিনিং।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১৪২ পয়েন্ট কমে ৭ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২টি, কমেছে ১৭৭টি ও অপরিবর্তিত রয়েছে ১৩টি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এএসএস/এনএস/

** সূচকের নিম্নমুখীতায় চলছে লেনদেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।