ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

এনসিসি ব্যাংকের ১০% স্টক লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, মে ৭, ২০১৫
এনসিসি ব্যাংকের ১০% স্টক লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার(৬ মে’২০১৫) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।



সমাপ্ত বছরে এই ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আর নেট আসেট ভ্যালু হয়েছে ১৭ টাকা ৮৮ পয়সা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৯ এপ্রিল বুধবার এনসিসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারিখ পরিবর্তন করা হয়।

আগামী ২৪ জুন সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব ঢাকা, বেইলি রোডে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৮ মে।
২০১৩ সালে ব্যাংকটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ ৬ শতাংশ ও ৫ শতাংশ বোনাস

২০০০ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।