ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

বিও একাউন্টে সিঙ্গার বাংলাদেশের বোনাস শেয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, মে ১০, ২০১৫
বিও একাউন্টে সিঙ্গার বাংলাদেশের বোনাস শেয়ার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) একাউন্টে পাঠানো হয়েছে। রোববার(১০ মে’২০১৫) শেয়ারধারীদের বিও একাউন্টে তা পাঠানো হয়েছে।



সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড(সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ২০১৪ সালের জন্য মোট ২২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৯৫ শতাংশ নগদ, ২৫ শতাংশ বোনাস শেয়ার। যা গত ৩০ এপ্র্র্র্রিল ২০১৫  ইং তারিখে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।