ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেকট্রোড পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ মে (রোববার) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার(১২ মে’২০১৫)ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠক থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। আর বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনএস


