ঢাকা: বিদায়ী সপ্তাহে(জুন ১৪-১৮) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। তবে মূল্য সূচকে রয়েছে মিশ্রাবস্থা।
ডিএসই সূত্র মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৭৩৮ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২২৩ টাকার। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ২১ লাখ ২২ হাজার ২৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ২৪৯ টাকার শেয়ার।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ৫৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৬০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ১০ শতাংশ বা ৪ দশমিক ৭২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে দশমিক ১০ শতাংশ বা ১ দশমিক ৬৮ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২২ শতাংশ বা ২ দশমিক ৪৪ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির। আর দর কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ইউনাইটেড
সমাপ্ত সপ্তাহে ডিএসই’তে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। ইউনাইটেড এয়ারওয়েজের ৯ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৭৩৭টি শেয়ার ৯৪ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকায় লেনদেন হয়।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ২১ লাখ ১৩ হাজার ৮৮টি শেয়ার ৭০ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোস্পানি লিমিটেড, বেক্সিমকো, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বিডি এবং আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।
গেইনার তালিকার শীর্ষে হাক্কানী পাল্প
সপ্তাহের ব্যবধানে ডিএসই টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার। সপ্তাহ জুড়ে এই কোম্পানির দর বেড়েছে ৫৩ দশমিক ৩৭ শতাংশ। হাক্কানী পাল্প প্রতিদিন ৩৯ লাখ ৫২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহ জুড়ে লেনদেন করেছে ১ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল। এ কোম্পানির দর বেড়েছে ২৩ দশমিক ৭৮ শতাংশ। প্রতিদিন কোম্পানিটি ৫ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৬ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়িং। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৩ দশমিক ৫৮ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ২ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে ১২ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া গেইনারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার, এটলাস বাংলাদেশ, প্রাইম ইসলামী লাইফ, ন্যাশনাল টিউবস, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি লিমিটেড, সোনালী আশ।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েজ, সমতা লেদার কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট, সাভার রিফ্যাক্টরিজ, প্রগতি ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এনএস