ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু ২৫ জুন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুন ২৩, ২০১৫
অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু ২৫ জুন

ঢাকা: অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড আগামী ২৫ জুন বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন শুরু করবে। প্রকৌশল খাতের অধীনে ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটিটির লেনদেন হবে।



মঙ্গলবার( ২৩ জুন’২০১৫) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অলিম্পিক এক্সেসরিজের ট্রেডিং কোড হবে “OAL”। আর কোম্পানি কোড হবে ১৩২৩৯।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানির স্ক্রিপ আইডি হবে ১৬০৩৩। আর স্ক্রিপ কোড হবে “OAL”।

গত ২১ জুন আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করেছে।

এর আগে ১১ জুন ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। আর ১৪ মে কোম্পানিটি সিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।

অলিম্পিক অ্যাক্সেসরিজ আইপিওর লটারির ড্র সম্পন্ন হয় গত ২০ মে।

কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।