ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

অকারণেই বাড়ছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুলাই ১৩, ২০১৫
অকারণেই বাড়ছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বিডির শেয়ার দর বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে রোববার(১২ জুলাই’২০১৫) দেওয়া নোটিশের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানানো হয়েছে।



বিশ্লেষণে দেখা যায়, গত ১০ কার্যদিবসে মাত্র ৩ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৫৫৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয় ৬৫৩ টাকা ৩০ পয়সা পর্যন্ত হয়।

অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৯৫ টাকা ৮০ পয়সা বা ১৭ দশমিক ১৮ শতাংশ। আর গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৪৪০ টাকা ৫০ পয়সা থেকে ৬৬৫ টাকা পর্যন্ত।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।