ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার(২২জুলাই’২০১৫) দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির দর বেড়েছে ১০ শতাংশ।

প্রতি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২০টাকা ৯০ পয়সা দরে। ৩৮১ বারে ১৪ লাখ ৮৪ হাজার ৩৪৯ টি শেয়ার হাতবদল হয়।

লেনদের শুরুর কিছু সময় পরে একপর্যায়ে হল্টেডও হয়ে যায় ব্যাংকটির শেয়ার লেনদেন। ওই সময় আর বিক্রেতা ছিল না কেউই।

ডিএসইর চিত্র অনুযায়ী, লেনেদেন শুরুর প্রথম দিকে ইসলামী ব্যাংকের স্ক্রিনে সর্বশেষ ৪১ লাখ ১৮ হাজার ৬৪টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না।

মঙ্গলবার ব্যাংকটি ছিল দরবৃদ্ধির শীর্ষ তালিকার ৩ নম্বরে। ওইদিন এর শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বাড়ে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য এ কোম্পানি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা গত ১৩ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয়।

দীর্ঘ মেয়াদে ইসলামী ব্যাংকের ঋণমান ‘ডাবল এ প্লাস’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের হিসাবে, ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় বেশ শক্তিশালী অবস্থানে আছে কোম্পানিটি।

ইসলামী ধারার প্রথম বাংলাদেশি ব্যাংকটি ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি।

মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৫৮ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ১৯, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।