ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক

ঢাকা: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। সপ্তাহজুড়ে (২১-২৩ জুলাই’২০১৫) ব্যাংকটির দর বেড়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশ।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ইসলামী ব্যাংক প্রতিদিন ৮ কোটি ২৯ লাখ ৪ হাজার ৩৩৩ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করেছে ২৪ কোটি ৮৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এ কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ২৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ২১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৬৬৭ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৬৪ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। প্রতিদিন ৫৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে করেছে ১ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন।

এ ছাড়া গেইনারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রেনেটা লিমিটেড,  শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বিজেআইসি, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনএস/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।