ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় লেনদেন দেড়’শ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
প্রথম ঘণ্টায় লেনদেন দেড়’শ কোটি টাকা

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (২৯ জুলাই) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমেছে।

আর লেনদেন হয়েছে দেড়’শ কোটি টাকার কিছু বেশি।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।
 
আগের দিন বুধবার (২৯ জুলাই) সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে উভয় বাজারে লেনদেন শেষ হয়। লেনদেনে শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে ১৯ পয়েন্ট। সিএসইতে সিএসইএক্স সূচক কমে ৪১ পয়েন্ট। আর ডিএসইতে আগের দিনের (মঙ্গলবার) তুলনায় লেনদেন কম হয় প্রায় ৯০ কোটি টাকা। সিএসইতে লেনদেন কম হয় ৩ কোটি টাকার ওপরে।
 
বৃহস্পতিবার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৩ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়।
 
অবশ্য এর ৫ মিনিটের ব্যবধানেই ঋণাত্মক হয়ে পড়ে সূচক। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৩ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ১৩ পয়েন্ট। বেলা ১১টায় কমে ১৩ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ২০ মিনিটে বাড়ে ১ পয়েন্ট।
 
এরপর বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮১ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৪ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১২৯টি ও অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- শাশা ডেনিম, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলেম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো লি., গ্রামীণফোন, ইফাদ অটোস, আইডিএলসি, কাশেম ড্রাইসেল ও বেক্সিমকো ফার্মা।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা ১১টা ৪৫ মিনিটে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টি, কমেছে ৭৫টি ও অপরিবর্তীত রয়েছে ৩২টি।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।